Saturday, November 5, 2022

হারমনিক প্যাটার্ন - ২ টি ক্লাস।

  হারমনিক প্যাটার্ন - ২ টি ক্লাস। 

0.382: 

 0.382=B,  0.382 - 0.886=C, 2.00- 3.168=CD, 1.13=XA: Bullish ALT BAT

0.382 - 0.50=B, 0.382 - 0.886=C, 1.618 -2.618=CD, 0.886=XA: Bullish BAT

0.382 - 0.618=B, 0.382 - 0.886=C, 2.618 - 3.618=CD, 1.618=XA: Bullish Crab

0.382 - 0.50=B, 1.13 - 1.618=C, 1.618 -2.24=CD, 0.886-1.13=XA: Bullish Shark

0.382 - 0.618=B, 1.13 - 1.618=C, 1.272 -2.00=CD, 0.786=XA: Bullish Cypher

0.618: 

0.618=B 0.382 - 0.886=C 1.13 - 1.618=CD 0.786=XA: Bullish  Gartley

0.786:

0.786=B,0.382 - 0.886=C 1.618 -2.24=CD, 1.27 - 1.41=XA: Bullish Butterfly 

0.886: 

0.886=B 0.382 - 0.886=C 2.618 - 3.618=CD, 1.618=XA: Bullish Deep Crab

বুলিশ ABCD প্যাটার্ন: 

বুলিশ ABCD প্যাটার্ন ৪ পয়েন্টের সমন্বয়ে হয়। ৪টি পয়েন্ট হল ABCD। ট্রেন্ড বিয়ারিশ চলছে তখন এর সুইংয়ের হাই পয়েন্ট হচ্ছে A আর লো পয়েন্ট হচ্ছে  B । এখন AB ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট ড্র করতে হবে পয়েন্ট C বের করার জন্য। AB রিট্রেসমেন্ট ০.৩৮২ থেকে ০.৮৮৬ এর মধ্যে হতে হবে।  রিট্রেসমেন্ট ০.৩৮২ থেকে ০.৮৮৬ এর চেয়ে উপরে বা নিচে হতে পারবে না। AB= ০.৩৮২ থেকে ০.৮৮৬ = পয়েন্ট C । এর পর BC ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট ড্র করতে হবে পয়েন্ট D  বের করার জন্য। AB রিট্রেসমেন্ট ১.১৩ থেকে ৩.১৪ এর মধ্যে হতে হবে। রিট্রেসমেন্ট ১.১৩ থেকে ৩.১৪  এর চেয়ে কম  বা বেশি হতে পারবে না। বুলিশ ABCD প্যাটার্নে পয়েন্ট D হবার পর বাই করতে হবে। স্টপলস D পয়েন্টের নিচে হবে। ABCD প্যাটার্নের টার্গেট ৩টি। প্রথম টার্গেট B পয়েন্ট, দ্বিতীয় টার্গেট C পয়েন্ট এবং তৃতীয় টার্গেট A পয়েন্ট। 



বিয়ারিশ  ABCD প্যাটার্ন: 

ট্রেন্ড রিভার্সাল বুঝার জন্য ABCD হারমনিক প্যাটার্ন  ব্যবহার  করা হয়। এটি ৩ টি ওয়েব নিয়ে তৈরী হয়। এটিতে ২ টি ইমপালস ওয়েব ও একটি রিট্রেসমেন্ট ওয়েব থাকে। AB  ইমপালস ওয়েব। BC রিট্রেসমেন্ট ওয়েব এবং CD  ইমপালস ওয়েব।  প্রথম  ইমপালস ওয়েব আর শেষ  ইমপালস ওয়েব প্রায় একই সমান। এ প্যাটার্ন তৈরী হবার পর মার্কেট রিভার্সাল হতে থাকে এবং বিয়ারিশ ট্রেন্ড শুরু হয় ।

 রুলস :

১. AB  ওয়েব শুরু হয় নিচে থেকে উপরের দিকে। AB হচ্ছে বুলিশ ইম্পালসিভ মুভ 

২. BC রিট্রেসমেন্ট হয় AB  ওয়েবের নিচের দিকে ফিবোর ০.৩৮২ থেকে ০.৮৮৬ পর্যন্ত। নিচের পয়েন্ট কে C দ্বারা প্রকাশ করা হয়।  

৩.  CD রিট্রেসমেন্ট হয় BC  ওয়েবের নিচের দিকে ফিবোর ১.১৩ থেকে ৩.১৪ পর্যন্ত। উপরের এ পয়েন্ট কে D  দ্বারা প্রকাশ করা হয়।  










SIMTEX_উইকলি চার্টে প্রাইস অ্যাকশন টি একটি বিয়ারিশ ব্যাট প্যাটার্ন হতে পারে দেখা যাচ্ছে। ব্যাট প্যাটার্নের C -D  পয়েন্ট বর্ধিত হয়ে সাধারণত ১.৬১৮ -২৬১.৮ % বা X D =০.৮৮৬ পর্যন্ত হয়।  C থেকে D তে যাবার পথে B পয়েন্টে সেল প্রেসার বা প্রফিট টেকিং হয় যার কারণে প্রাইস B পয়েন্ট থেকে কিছু দিনের জন্য নিচে নেমে আসে। যা আমরা চার্টে দেখতে পাচ্ছি।  B পয়েন্ট সফল ভাবে ব্র্যাকআউট করতে পারলে স্টকটি D পয়েন্ট পর্যন্ত যাবার সক্ষমতা রাখে যদি ভলিউম সাথে ধারাবাহিক ভাবে দেখা যায়। এখন B পয়েন্ট রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোন বা ওভারবট লেভেল হিসাবে কাজ করছে। হাই ভলিউম নিয়ে B পয়েন্ট ব্রেকআউট হলে নতুন এন্ট্রি দেয়া যেতে পারে। 



নোট : এ চার্টে একটি প্রধান দুর্বল দিক হচ্ছে ভলিউমের ধারাবাহিক ভাবে বৃদ্বির  অভাব।  আমার কাছে মনে হচ্ছে বায়ার স্ট্রং না। 

এ এনালাইসিসটি  শুধুমাত্র একটি সম্বাবনা। এটি কোন বাই -সেল নির্দেশনা নয়।  তথ্যের আদান প্রদানের উদ্দেশ্যে এ এনালাইসিস করা।



 Pattern: Bullish ALT BAT: AB=0.382 BC=0.382 - 0.886 XD=1.13

হারমনিক প্যাটার্ন : হারমনিক প্যাটার্ন হল এক প্রকার রিভার্সেল ট্রেডিং বা ইনভেস্টমেন্ট। যখন কোনো স্টক নিচে নামে তখন একটা পয়েন্ট বা জোনে এসে প্রাইস রিভার্সেল হয় বা উপরে উঠার চেষ্টা করে তাকে হারমনিক এ পটেনশিয়াল রিভার্সেল জোন (পি আর জেড ) বলে। ALT BAT প্যাটার্ন একটি XABCD প্যাটার্ন। যেটিতে ৫টি পয়েন্ট থাকে এবং ৪ টি লেগ থাকে।
১. XA ইম্পালস লেগ : প্রথম যে লেগটি থাকে তাকে বলা হয় XA বা ইম্পালস লেগ বলা হয়। । এর পর তার একটি রিট্রেসমেন্ট হয়।
২. AB রিট্রেসমেন্ট লেগ : এটি ইম্পালস লেগ XA এর রিট্রেসমেন্ট লেগ। এটিকে AB লেগ ও বলা হয়। সাধারণত এটি নিচে নামে ইম্পালস লেগ XA লেগের এর ফিবোর মান ০.৩৮২ % পর্যন্ত। A পয়েন্ট হতে রিট্রেসমেন্ট হয়ে B পয়েন্ট ০.৩৮২ % পর্যন্ত নামে। এটি XA রিট্রেসমেন্ট লেগ ০.৩৮২ % থেকে সামান্য কম বেশি হলেও সমস্যা নাই। রিট্রেসমেন্ট লেগ ০.৩৮ % থেকে ৫% এর কম এবং বেশি হলে সেটি ALT BAT প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ AB =০.৩৮২ % রিট্রেসমেন্ট।
৩. BC রিট্রেসমেন্ট লেগ : রিট্রেসমেন্ট লেগ AB পর যে রিট্রেসমেন্ট লেগ আসে তা হল BC রিট্রেসমেন্ট লেগ। এটি AB রিট্রেসমেন্ট লেগের ০.৩৮২ % থেকে কম হতে পারবে না এবং ০.৮৮৬% থেকে বেশি পারবে না। রিট্রেসমেন্ট লেগ ০.৩৮২ % থেকে কম এবং ০.৮৮৬% হতে বেশি হলে সেটি ALT BAT প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ BC হল AB এর ০.৩৮২ % থেকে ০.৮৮৬% রিট্রেসমেন্ট। BC এর C কখনো A এর বেশি হতে পারবে না বা A এর সমান হতে পারবে না। C পয়েন্ট A পয়েন্টের উপর যেতে পারবে না।
৪. CD এক্সটেনশন লেগ : রিট্রেসমেন্ট লেগ BC এর পর যে এক্সটেনশন ফাইনাল লেগ হয় তাকে এক্সটেনশন লেগ CD বলে। । এটি BC রিট্রেসমেন্ট লেগের ২.০ % থেকে কম হতে পারবে না এবং ৩.৬১৮% থেকে বেশি পারবে না। রিট্রেসমেন্ট লেগ ২.০ % থেকে কম এবং ৩.৬১৮% হতে বেশি হলে সেটি ALT BAT প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ CD হল BC এর ২.০ % থেকে ৩.৬১৮% রিট্রেসমেন্ট। অথবা CD হল XA এর ১.১৩ % রিট্রেসমেন্ট বা XD =১.১৩ % । D পয়েন্ট কোনো ভাবেই X পয়েন্টের সমান বা ছোট হতে পারবে না। যদি সমান বা ছোট হয় তা হলে সেটি ALT BAT প্যাটার্ন হিসাবে বিবেচনা করা হবে না।
এন্ট্রি : এন্ট্রি নেবার জন্য রিভার্সেল প্যাটার্ন বা সাপোর্টিং ক্যান্ডল ফরমেশন সাথে কনফার্মেশন ক্যান্ডল ফরমেশন এবং ভলিউমের এর সাহায্য নিতে হবে।
টার্গেট : প্রথম টার্গেট B পয়েন্ট পর্যন্ত। দ্বিতীয় টার্গেট C পয়েন্ট পর্যন্ত। তৃতীয় A পয়েন্ট পর্যন্ত
কোথায় স্টপ লস নিতে হবে: প্যাটার্নের X অথবা D পয়েন্টের নিচের ক্যান্ডলে।
রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও : ১:৩
সতর্কতাঃ একটি কথা মনে রাখতে হবে এসব প্যাটার্ন আসলেই প্রাইস রিভার্স হয়ে যাবে বা প্রাইস বেড়ে যাবে এমন নাও হতে পারে। প্রাইস বাড়তেও পারে আবার কমতেও পারে। ট্রেডিংয়ে কোনো চার্ট এই ফারফেক্ট নয়। সব গুলি লজিক তো আর শতভাগ কাজ করবে না কিছু ব্যতিক্রম তো থাকে। এটা মেনে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।


  Bullish BAT Pattern. (Optimistic).

হারমনিক ব্যাট প্যাটার্ন :

হারমনিক এক রিভার্সেল ট্রেডিং বা ইনভেস্টমেন্ট। যখন কোনো  স্টক নিচে নামে তখন একটা পয়েন্ট বা জোনে এসে প্রাইস রিভার্সেল হয় বা উপরে উঠার চেষ্টা করে  তাকে হারমনিক এ  পটেনশিয়াল  রিভার্সেল জোন (পি আর জেড ) বলে। ব্যাট প্যাটার্ন একটি   XABCD প্যাটার্ন।  যেটিতে ৫টি পয়েন্ট থাকে এবং ৪ টি লেগ থাকে। 

১. ইম্পালস লেগ  XA: প্রথম যে লেগটি থাকে তাকে বলা হয়  XA বা ইম্পালস লেগ বলা হয়। । এর পর তার একটি রিট্রেসমেন্ট হয়। 

২. রিট্রেসমেন্ট লেগ AB: এটি  ইম্পালস লেগ XA এর রিট্রেসমেন্ট লেগ। এটিকে  AB লেগ ও বলা হয়। সাধারণত এটি  নিচে নামে ইম্পালস লেগ XA লেগের এর ফিবোর মান  ০.৫০% পর্যন্ত। A পয়েন্ট হতে রিট্রেসমেন্ট হয়ে B পয়েন্ট পর্যন্ত নামে। এটি XA রিট্রেসমেন্ট লেগ  ০.৩৮২ % থেকে কম হতে পারবে না এবং  ০.৫০% থেকে বেশি পারবে না।  রিট্রেসমেন্ট লেগ ০.৩৮ % থেকে কম এবং ০.৫০%  হতে বেশি হলে সেটি  ব্যাট প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ AB হল XA এর ০.৩৮ % থেকে ০.৫০% রিট্রেসমেন্ট। 

৩. রিট্রেসমেন্ট লেগ BC:  রিট্রেসমেন্ট লেগ AB পর যে রিট্রেসমেন্ট লেগ আসে তা হল BC রিট্রেসমেন্ট লেগ।  এটি AB  রিট্রেসমেন্ট লেগের   ০.৩৮২ % থেকে কম হতে পারবে না এবং  ০.৮৮৬% থেকে বেশি পারবে না।  রিট্রেসমেন্ট লেগ ০.৩৮২ % থেকে কম এবং ০.৮৮৬%   হতে বেশি হলে সেটি  ব্যাট প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ BC  হল AB এর ০.৩৮২ % থেকে ০.৮৮৬%  রিট্রেসমেন্ট।  BC এর C  কখনো A কে ক্রস করে যেতে পারবে না বা A এর সমান হতে পারবে না। C পয়েন্ট A পয়েন্টের উপর যেতে পারবে না। 

৪. এক্সটেনশন লেগ CD: রিট্রেসমেন্ট লেগ BC  এর  পর যে এক্সটেনশন ফাইনাল লেগ হয় তাকে এক্সটেনশন লেগ CD বলে।  । এটি BC রিট্রেসমেন্ট লেগের ১.৬১৮ % থেকে কম হতে পারবে না এবং  ২.৬১৪% থেকে বেশি পারবে না।  রিট্রেসমেন্ট লেগ ১.৬১৮ % থেকে কম এবং ২.৬১৪%  হতে বেশি হলে সেটি  ব্যাট প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ CD  হল BC এর ১.৬১৮ % থেকে ২.৬১৪% রিট্রেসমেন্ট।  অথবা CD  হল XA এর ০.৮৮৬ %  রিট্রেসমেন্ট বা XD =০.৮৮৬% । D পয়েন্ট কোনো ভাবেই X পয়েন্টের সমান বা বেশি হতে পারবে না।  যদি সমান বা বেশি হয় তা হলে সেটি ব্যাট প্যাটার্ন হিসাবে বিবেচনা করা হবে না। 

এন্ট্রি: হারমনিক ব্যাট রিভার্সেল প্যাটার্নে এন্ট্রি নেবার জন্য প্রাইস অ্যাকশন এর সাহায্য নিতে হয়। প্রাইস অ্যাকশন কি রকম হতে হবে,  অন্ধ ভাবে কিছু নেয়া যাবে না। কিছু রিভার্সেল প্যাটার্ন দেখে এন্ট্রি নিতে হবে যেমন : ১. ফ্লাট বেইজ সাইডওয়াজ ব্রেকআউট। ২. ডাবল বটম ৩. ট্রিপল বটম ৪. ইনভার্টেড হেড এন্ড সোল্ডার্স প্যাটার্ন ব্রেকআউট দেখে এন্ট্রি নিতে হবে। এ প্যাটার্ন গুলিতে একুমুলেশন বা রিএকুমুলেশন হয়। 

 হোল্ড করবো কত দিন : হোল্ড করবো যত দিন মোমেন্টাম থাকবে। 

টার্গেট : ফার্স্ট টার্গেট C পয়েন্ট পর্যন্ত। সেকেন্ড টার্গেট A পয়েন্ট পর্যন্ত।

কোথায় স্টপ লস  নিতে হবে: প্যাটার্নের X পয়েন্টের নিচের ক্যান্ডলে।   

সতর্কতাঃ একটি কথা মনে রাখতে হবে এসব প্যাটার্ন আসলেই প্রাইস রিভার্স  হয়ে যাবে বা প্রাইস বেড়ে যাবে এমন নাও হতে পারে।  প্রাইস বাড়তেও  পারে আবার কমতেও পারে।  ট্রেডিংয়ে কোনো চার্ট এই ফারফেক্ট নয়। সব গুলি লজিক তো আর শতভাগ কাজ করবে না কিছু ব্যতিক্রম তো থাকে। এটা মেনে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

হারমনিক প্যাটার্ন : বুলিশ সাইফার 

হারমনিক প্যাটার্ন এক প্রকার রিভার্সেল ট্রেডিং বা ইনভেস্টমেন্ট। যখন কোনো  স্টক নিচে নামে তখন একটা পয়েন্ট বা জোনে এসে প্রাইস রিভার্সেল হয় বা উপরে উঠার চেষ্টা করে তাকে হারমনিক এ  পটেনশিয়াল  রিভার্সেল জোন (পি আর জেড ) বলে। সাইফার প্যাটার্ন একটি   XABCD প্যাটার্ন।  যেটিতে ৫টি পয়েন্ট থাকে এবং ৪ টি লেগ থাকে। 


১. ইম্পালস লেগ  XA: প্রথম যে লেগটি থাকে তাকে বলা হয়  XA বা ইম্পালস লেগ বলা হয়। । এর পর তার একটি রিট্রেসমেন্ট হয়। 


২. রিট্রেসমেন্ট লেগ AB: এটি  ইম্পালস লেগ XA এর রিট্রেসমেন্ট লেগ। এটিকে  AB লেগ ও বলা হয়। সাধারণত এটি  নিচে নামে ইম্পালস লেগ XA লেগের এর ফিবোর মান  ০.৬১৮% পর্যন্ত। A পয়েন্ট হতে রিট্রেসমেন্ট হয়ে B পয়েন্ট পর্যন্ত নামে। এটি XA রিট্রেসমেন্ট লেগ  ০.৩৮২ % থেকে কম হতে পারবে না এবং  ০.৬১৮% থেকে বেশি পারবে না।  রিট্রেসমেন্ট লেগ ০.৩৮ % থেকে কম এবং ০.৬১৮%  হতে বেশি হলে সেটি  সাইফার প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ AB হল XA এর ০.৩৮ % থেকে ০.৬১৮%  রিট্রেসমেন্ট। 

৩. রিট্রেসমেন্ট লেগ BC:  রিট্রেসমেন্ট লেগ AB পর যে রিট্রেসমেন্ট লেগ আসে তা হল BC রিট্রেসমেন্ট লেগ।  এটি AB  রিট্রেসমেন্ট লেগের   ১.২৭ % থেকে কম হতে পারবে না এবং  ১.৪১% থেকে বেশি পারবে না।  রিট্রেসমেন্ট লেগ ১.২৭ %   থেকে কম এবং ১.৪১%  হতে বেশি হলে সেটি  সাইফার প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ BC  হল AB এর ০.৩৮২ % থেকে ০.৮৮৬%  রিট্রেসমেন্ট।  BC এর C  কখনো A পয়েন্টের নিচে হতে পারবে না বা A এর সমান হতে পারবে না। C পয়েন্ট A পয়েন্টের নিচে হলে সেটি  সাইফার প্যাটার্ন বলে গণ্য হবে না।

৪. এক্সটেনশন লেগ CD: রিট্রেসমেন্ট লেগ BC  এর  পর যে এক্সটেনশন ফাইনাল লেগ হয় তাকে এক্সটেনশন লেগ CD বলে।  । এটি BC রিট্রেসমেন্ট লেগের ১.২৭ % থেকে কম হতে পারবে না এবং  ২.০০% থেকে বেশি পারবে না।  রিট্রেসমেন্ট লেগ ১.২৭ % থেকে কম এবং ২.০০%  হতে বেশি হলে সেটি  সাইফার প্যাটার্ন  বলে গণ্য হবে না। অর্থাৎ CD  হল BC এর ১.২৭ % থেকে ২.০০% রিট্রেসমেন্ট।  অথবা CD  হল XA এর ০.৭৮৬ %  রিট্রেসমেন্ট বা XD =০.৭৮৬ % । D পয়েন্ট কোনো ভাবেই X পয়েন্টের সমান বা বেশি হতে পারবে না।  যদি সমান বা বেশি হয় তা হলে সেটি সাইফার প্যাটার্ন হিসাবে বিবেচনা করা হবে না। 


এন্ট্রি: হারমনিক ব্যাট রিভার্সেল প্যাটার্নে এন্ট্রি নেবার জন্য প্রাইস অ্যাকশন এর সাহায্য নিতে হয়। প্রাইস অ্যাকশন কি রকম হতে হবে,  অন্ধ ভাবে কিছু নেয়া যাবে না। কিছু রিভার্সেল প্যাটার্ন দেখে এন্ট্রি নিতে হবে যেমন : ১. ফ্লাট বেইজ সাইডওয়াজ ব্রেকআউট। ২. ডাবল বটম ৩. ট্রিপল বটম ৪. ইনভার্টেড হেড এন্ড সোল্ডার্স প্যাটার্ন ব্রেকআউট দেখে এন্ট্রি নিতে হবে। এ প্যাটার্ন গুলিতে একুমুলেশন বা রিএকুমুলেশন হয়। 

 হোল্ড করবো কত দিন : হোল্ড করবো যত দিন মোমেন্টাম থাকবে।

 

টার্গেট : ফার্স্ট টার্গেট B পয়েন্ট পর্যন্ত। সেকেন্ড টার্গেট C পয়েন্ট পর্যন্ত।

কোথায় স্টপ লস  নিতে হবে: প্যাটার্নের X পয়েন্টের নিচের ক্যান্ডলে।   

সতর্কতাঃ একটি কথা মনে রাখতে হবে এসব প্যাটার্ন আসলেই প্রাইস রিভার্স  হয়ে যাবে বা প্রাইস বেড়ে যাবে এমন নাও হতে পারে।  প্রাইস বাড়তেও  পারে আবার কমতেও পারে।  ট্রেডিংয়ে কোনো চার্ট এই পারফেক্ট নয়। সব গুলি লজিক তো আর শতভাগ কাজ করবে না কিছু ব্যতিক্রম তো থাকে। এটা মেনে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।


 টেস্টিং কি : একটি ট্রেন্ড আপে চলছে এরপর এটি রিট্রেস হবে। আমরা কিভাবে বুজব এ ট্রেন্ড কন্টিনিউ করবে নাকি রিভার্সেল হবে? ট্রেন্ড কন্টিনিউ করবে নাকি রিভার্সেল হবে এটি টেস্টিং এর উপর নির্ভর করে। যদি টেস্টিং সফল হয় তখন ট্রেন্ড কন্টিনিউ করবে। আর টেস্টিং সফল না হলে ট্রেন্ড রিভার্স বা সাইডওয়েজে যাবে। একটি সাকসেসফুল টেস্ট আমাদেরকে ইঙ্গিত দেয় যে স্টক সামনে যাবার জন্য প্রস্তুত হচ্ছে । টেস্ট কোথায় হবে? সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলে বা জোনে। ডে তেও সাপোর্ট ও রেজিস্টেন্স হয়। ডে লো সাপোর্ট আর ডে হাই রেজিস্টেন্স। প্রাইস উপর যাবার জন্য ডে হাই কে ক্রস করা লাগে। রিভার্সেল করার জন্য ডে লো থেকে রিভার্সেল হয়।

টেস্টিং কেন এত গুরুত্বপূর্ণ : আপ ট্রেন্ডে সাপ্লাই টেস্ট করবে। যদি আপ ট্রেন্ডে সাপ্লাই না থাকে তা হলে প্রাইস কন্টিনিউ আপে যাবে বা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। প্রাইস যখন সাপোর্ট থেকে রিভার্স করে তখন প্রাইস সাপোর্ট এর নিচে মুভ করে। কারন ১. রিটেলারকে ট্রাপ করা ২. স্মার্ট মানি চেক করে সাপোর্ট এর নিচে আর সাপ্লাই আছে নাকি নাই । সাপোর্ট এর নিচে যদি সাপ্লাই না পায় তখন স্মার্ট মানি কন্ফার্ম হয়ে যায় যে আর কেন সাপ্লাই নাই। তখন তারা স্টকটিকে আপ ট্রেন্ডে নিয়ে যেতে পারবে। যদি সাপোর্ট এর নিচে সাপ্লাই পাওয়া যায় তখন আপ ট্রেন্ডে যেতে সময় লাগে।
১. রিভেসেলে এন্ট্রি নেবার জন্য সাপোর্ট জোনে বা লেভেলে টেস্ট লাগে। সাপ্লাই নাই মানে ডিমান্ড তৈরি হয়েছে প্রাইস উপর যাবে।
২. যদি প্রাইস ইতিমধ্যে আপট্রেন্ডে থাকে তখন যে পুলবাক হয় সে পুলব্যাকে যদি ভলিউম কম থাকে তার মানে ওই পুলব্যাকে সাপ্লাই কম ঐ ট্রেন্ড আপট্রেন্ডে কন্টিনিউ করবে ।
৩. ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট টেস্টিং পুলব্যাকের টেস্টিং এর মতোই।
টেস্টিং সাপ্লাই মানে আপট্রেন্ডে সাপ্লাই কে টেস্ট করে। ফান্ডামেন্টাল বেসিক রুল যদি আপট্রেন্ডে সাপ্লাই বেশি হয় তা হলে স্টক পড়বে বা নিচে নামবে। আর যদি সাপ্লাই না বা কম হয়ে থাকে তা হলে স্টক উপর যাবে।
টেস্টিং তিন প্রকার :
১. রাইজিং মার্কেট টেস্টিং ২. রিভার্সেল টেস্টিং ৩. পুলবাক টেস্টিং
টেস্ট ভ্যারিয়েশন : টেস্ট ভ্যারিয়েশন দুই প্রকার ১. সিঙ্গেল ক্যান্ডল টেস্ট ২. সুইং টেস্ট
সিঙ্গেল ক্যান্ডল টেস্ট : টেস্টিং সাপ্লাই ইন আপট্রেন্ড
আপট্রেন্ডে টেস্টিং সাপ্লাই কি ভাবে করে :
১. ট্রেন্ডিং মার্কেট হতে হবে
২. টেস্টিং ক্যান্ডল ডাউন বার ভলিউম কমা নেরো স্প্রেড ক্লোজ মিডল বা হাই এ হলে ভালো :
সফল টেস্টিং কিভাবে বুঝব: টেস্ট করার সময় প্রাইস নিচে নামবে কিনতু ভলিউম আগের আপ ভলিউমের চেয়ে কম হয় তাহলে বুজব টেস্ট সফল হবে। টেস্টিং সফল হলে প্রাইস আপ হবে।



বুলিশ বাটারফ্লাই  প্যাটার্ন: 

ট্রেন্ড রিভার্সাল বুঝার জন্য  হারমনিক প্যাটার্ন  ব্যবহার  করা হয়। বুলিশ বাটারফ্লাই প্যাটার্ন ৫ পয়েন্টের সমন্বয়ে হয়। ৫ টি পয়েন্ট হল XABCD।  ৪টি ওয়েব নিয়ে গঠিত হয়। ৪টি ওয়েব হল XA, AB, BC ও CD। এ প্যাটার্ন তৈরী হবার পর মার্কেট রিভার্সাল হতে থাকে এবং বুলিশ ট্রেন্ড শুরু হয় । 

রুলস : 

১. XA একটি  ইমপালস ওয়েব হতে হবে। 

২. ওয়েব AB ইমপালস ওয়েব অবশ্যই XA  এর  ফিবোর ০.৬১৮ থেকে ০.৭৮১ পর্যন্ত  রিট্রেসমেন্ট হয় । 

৩. BC ওয়েব AB ওয়েবের অবশ্যই ০.৩৮৬ থেকে ০.৮৮ পর্যন্ত  রিট্রেসমেন্ট হয় । 

৪. CD ওয়েব  অবশ্যই XA ওয়েবের এর  ফিবোর ১.২৭২ পর্যন্ত  রিট্রেসমেন্ট হয় । 




৫-০ হারমোনিক প্যাটার্ন:
এটি একটি ৫ ওয়েব প্যাটার্ন। এটি ট্রেন্ড রিভার্সাল হবার লক্ষণ। ৫-০ হারমোনিক প্যাটার্ন এর ওয়েবগুলি ফিবোনাচ্চি রেশিওর উপর নির্ভরশীল। এ প্যাটার্নটির দ্বারা দেখা যায় ট্রেন্ড ব্রেক হয়েছে লোয়ার লো অথবা হাইয়ার হাই তৈরী করে। যেটি থেকে পরিষ্কার ভাবে ট্রেন্ড রিভার্সাল বুজা যায়। 

৫-০ হারমোনিক প্যাটার্ন ২ প্রকার ১. বুলিশ ৫-০ হারমোনিক প্যাটার্ন ২. বিয়ারিশ ৫-০ হারমোনিক প্যাটার্ন 

 বুলিশ ৫-০ হারমোনিক প্যাটার্ন : 
রুলস 
১. OXA একটি প্রাথমিক ওয়েব। প্যাটার্ন শুরু হয় এ ওয়েবের পর থেকে। 
২. ওয়েব AB ইমপালস ওয়েব অবশ্যই XA  এর  ফিবোর ১.১৩ থেকে ১.৬১৮ পর্যন্ত  রিট্রেসমেন্ট হতে হবে। এ লেভেলের কম বা বেশি হলে হবে না। এ লেভেলের কম বা বেশি হলে প্যাটার্ন ইনভেলিড হয়ে যাবে। তখন অন্য প্যাটার্ন চিন্তা করতে হবে। 
৩. BC ওয়েব AB ওয়েবের অবশ্যই ১.৬১৮ থেকে ২.২৪ এর মধ্যে   রিট্রেসমেন্ট হতে হবে। এ লেভেলের কম বা বেশি হলে হবে না। এ লেভেলের কম বা বেশি হলে প্যাটার্ন ইনভেলিড হয়ে যাবে। তখন অন্য প্যাটার্ন চিন্তা করতে হবে। 
৪. CD ওয়েব  অবশ্যই BC ওয়েবের এর  ফিবোর ০.৫ পর্যন্ত  রিট্রেসমেন্ট হয় । এ লেভেলের কম বা বেশি হলে হবে না। এ লেভেলের কম বা বেশি হলে প্যাটার্ন ইনভেলিড হয়ে যাবে। তখন অন্য প্যাটার্ন চিন্তা করতে হবে। 
অনেকেই আমরা বিভিন্ন প্যাটার্নের উপর খুবই দক্ষ। প্যাটার্ন পেলেই যে ক্রয় - বিক্রয় করতে হবে বিষয়টি এমন নয়। প্যাটার্ন পেলে রিভার্সাল কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে এবং সুযোগ বুঝে এন্ট্রি -এক্সিট করতে হবে। 

পটেনশিয়াল এন্ট্রি = হারমনিক প্যাটার্ন ( কমপ্লিট হবার পর) + ডিমান্ড জোন + বুলিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন+ ভলিয়াম ইনক্রিজ। 

 

বিয়ারিশ  ৫-০ হারমোনিক প্যাটার্ন : 
রুলস 
১. OXA একটি প্রাথমিক ওয়েব। প্যাটার্ন শুরু হয় এ ওয়েবের পর থেকে। 
২. ওয়েব AB ইমপালস ওয়েব অবশ্যই XA  এর  ফিবোর ১.১৩ থেকে ১.৬১৮ পর্যন্ত  রিট্রেসমেন্ট হতে হবে। এ লেভেলের কম বা বেশি হলে হবে না। এ লেভেলের কম বা বেশি হলে প্যাটার্ন ইনভেলিড হয়ে যাবে। তখন অন্য প্যাটার্ন চিন্তা করতে হবে। 
৩. BC ওয়েব AB ওয়েবের অবশ্যই ১.৬১৮ থেকে ২.২৪ এর মধ্যে   রিট্রেসমেন্ট হতে হবে। এ লেভেলের কম বা বেশি হলে হবে না। এ লেভেলের কম বা বেশি হলে প্যাটার্ন ইনভেলিড হয়ে যাবে। তখন অন্য প্যাটার্ন চিন্তা করতে হবে। 
৪. CD ওয়েব  অবশ্যই BC ওয়েবের এর  ফিবোর ০.৫ পর্যন্ত  রিট্রেসমেন্ট হয় । এ লেভেলের কম বা বেশি হলে হবে না। এ লেভেলের কম বা বেশি হলে প্যাটার্ন ইনভেলিড হয়ে যাবে। তখন অন্য প্যাটার্ন চিন্তা করতে হবে।






গার্টলি: এলিয়ট ওয়েবের ১,২ ওয়েব ও ৪,৫,A,B,C ওয়েব মিলে হারমনিক প্যাটার্ন গার্টলি হয়। ABCD : এলিয়ট ওয়েবের ১,২,৪ ওয়েব ও ২,৩,৪, ৫ এবং ওয়েব ৫,A,B,C ওয়েব মিলে হারমনিক প্যাটার্ন ABCD হয়।

No comments:

Post a Comment