Saturday, November 5, 2022

কোর্সটির বিস্তারিত :

 কোর্সটির বিস্তারিত : 

কোর্সটি  করার জন্য  আপনাকে খাতা , কলম ও  ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। সে সাথে ধর্য্য নিয়ে শিখার আগ্রহ থাকতে হবে। 

১ . সাপোর্ট এবং রেসিসটেন্স - ১ টি ক্লাস। 

২. ট্রেন্ডলাইন এবং চ্যানেল - ১ টি ক্লাস। 

৩. মার্কেটের স্ট্রাকচার - ১ টি ক্লাস। 

৪. ক্যান্ডেলস্টিক - ২ টি ক্লাস। 

৫. প্রাইস অ্যাকশন - ২ টি ক্লাস। 

৬. হারমনিক প্যাটার্ন - ২ টি ক্লাস। 

৭. ভলিউম এনালাইসিস - ২ টি ক্লাস। 

৮. ইনডিকেটর- ১ টি ক্লাস। 

৯. ট্রেডিং সাইকোলজি - ১ টি ক্লাস। 

১০. চার্ট রিডিং- ২ টি ক্লাস। 

  ক্লাস -১৫ টি 

মেয়াদ  - ১ মাস থেকে ২ মাস 

প্রয়োজনে ক্লাস সংখ্যা ও মেয়াদ বাড়তে পারে 

ক্লাসের সময় : শুক্রবার ও  শনিবার ( আলোচনা সাপেক্ষে ঠিক করা যাবে )

ক্লাস হবে : অনলাইনে ( গুগল মিট )

কোর্স ফি : ১৫০০০  ( পনের হাজার টাকা মাত্র )   

পেমেন্ট পদ্ধতি : ভর্তি হবার সময় দিতে হবে ৭৫০০/=  টাকা  বাকি ৭৫০০/= টাকা দিতে হবে ৮টি ক্লাস শেষ হবার পর 

কোর্স শুরু হবে ১৮.১১.২০ ইং তারিখ হতে। 

আগ্রহী হলে অনুগ্রহ করে আপনার তথ্য দিয়ে সহায়তা করুন :

 নাম :

মোবাইল : 

No comments:

Post a Comment